ফিংড়ী ইউনিয়নে ৯টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

0
724
Exif_JPEG_420

মইনুল ইসলাম, আশাশুনি:
ঢাকের তালে বছর ঘুরে মা যে আবার আসছে ঘরে। আগামী ১৪ অক্টোবর রবিবার মহা পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপনী হবে দূর্গোৎসবের। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে শারদীয়া দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে এখানকার প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ, চলছে শেষ মুহুর্তের পরিপূর্ণতার কাজ। রং-এর প্রলেপের কাজও শেষ পর্যায়ে। শনিবার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, ইউনিয়নের ৯টি দুর্গাপূজা মন্ডপে ডেকোরেশন, লাইটিং, প্যান্ডেলসহ সংশ্লিষ্ট নিয়ে ব্যস্ত আয়োজক কমিটি। এ বছর ইউনিয়নের ফিংড়ী সার্বজনীন, দক্ষিণ ফিংড়ী সার্বজনীন, সুলতানপুর সার্বজনীন, ফয়জুল্যাহপুর সার্বজনীন, এল্লারচর সার্বজনীন, এল্লারচর ঠাকুরপাড়া সার্বজনীন, ব্যাংদহা সার্বজনীন, কুলতিয়া সার্বজনীন, গোবিন্দপুর সার্বজনীন পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ফিংড়ী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মহাদেব কুমার ঘোষ জানান, প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবে। এছাড়া মন্দিরগুলোর সার্বিক তত্বাবধায়ন ও যোগাযোগ রাখতে প্রশাসনের পাশাপাশি ফিংড়ী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির ভ্রাম্যমান একটি দল পর্যবেক্ষণ করবেন। সুষ্ঠু, সুন্দর ও নিরাপত্তার মধ্য দিয়ে এ বছর শারদীয়া দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে মনে করেন এলাবাসী।