ফার্নান্দেজের সাথে চুক্তির দ্বারপ্রান্তে ইউনাইটেড

0
289

খুলনাটাইমস স্পোর্টস : পর্তুগীজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের সাথে চূড়ান্ত চুক্তির প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্পোর্টিং লিসবনের সাথে এ সংক্রান্ত আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বৃটিশ গণমাধ্যমগুলো দাবী জানিয়েছে। পল পগবা ও স্কট ম্যাকটোমিনের দীর্ঘ ইনজুরির কারনে মধ্যমাঠ শক্তিশালী করতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিযে যাচ্ছে ইউনাইটেড। ২৫ বছর বয়সী ফার্নান্দেজও দীর্ঘদিন ধরেই ওল্ড ট্র্যাফোর্ডে যাবার চেষ্টা করছেন। কিন্তু ফার্নান্দেজকে দলে পেতে স্পোর্টিংয়ের দাবীকৃত ৮০ মিলিয়ন ইউরোর চুক্তির অর্থ নিয়ে ইউনাইটেডের আপত্তি ছিল। প্রাথমিকভাবে ৫৫ মিলিয়ন ইউরোর সাথে পারফরেমেন্সর ভিত্তিতে আরো ২৫ মিলিয়ন ইউরো মিলিয়ে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম সূত্র। ইতালির দুই ক্লাব উদিনেস ও সাম্পদোরিয়া হয়ে ২০১৭ সালে স্পোর্টিংয়ে যোগ দিয়ে ফার্নান্দেজ ১৩৭টি ম্যাচে ৬৩ গোল করেছেন। জুনে প্রথমবারের মত আয়োজিত নেশন্স লিগের শিরোপা জয়ী পর্তুগাল দলেরও সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে ১৯ ম্যাচে করেছেন দুই গোল। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর সুবিধাকে কাজে লাগিয়ে অন্তত একজন তারকা খেলোয়াড়কে দলে নেবার ব্যপারে ইউনাইটেডের ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডের ওপর প্রথম থেকেই চাপ ছিল। গত সাত বছরে ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে উদাসীনতার কারনে উডওয়ার্ডকে প্রায়ই সমালোচিত হয়েছে। গত সপ্তাজে বার্নালির বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে পরাজিত হবার পর রেড ডেভিলসরা শীর্ষ চারের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে গেছে। এই ম্যাচের পর উডওয়ার্ডের ওপর চাপ আরো বেড়েছে। শনিবার উল্ফস ও আগামী ১৭ ফেব্রুয়ারি চতুর্থ স্থানে থাকা চেলসির বিপক্ষে পরবর্তী দুটি লিগ ম্যাচের ফলাফলের ওপরই ইউনাইটেডের শীর্ষ চারে থাকার বিষয়টি অনেকাংশেই নির্ভর করছে।