ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
494

এম জাকির হোসেন, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এদিন সকালে প্রভাতফেরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদদের প্রতি সম্মান জানাতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এতে সভাপতিত্ব করেন অত্র কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাশ। সহকারি অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনগৌরম্ভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দীন গাজী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও আ,লীগ নেতা মোঃ ফারুকুল ইসলাম, প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, ছাত্রী সঞ্চিতা রায়, আয়শা চিস্তিয়া, ফুলজান খাতুন প্রমুখ।
এসময় শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম, স. ম আব্দুর রব, মীর মোহম্মদ আলী, সহকারি অধ্যাপক মৃতুঞ্জয় কুমার দাশ, কৃষ্ণ পদ রায়, প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, সালমা খাতুন, দিপংকর রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাওঃ আবুল বাসার ইলাহীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।#