ফকিরহাট শিরিন হক স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

0
527

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
বাগেরহাটের ফকিরহাট শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষের নিকট থেকে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ছিল ৩২৫জন, মোট প্রার্থী ছিল ১৫জন ছাত্রী। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে অত্র বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী জান্নাতুন্নেছা জেবা। প্রিজাইডিং অফিসার ছিল ১০ শ্রেনীর ছাত্রী আফিফা আলমগীর ঐশি, সহযোগী প্রিজাইডিং অফিসার ছিল তাছমিয়া জামান (৮ম) ও সুরাইয়া আক্তার (৬ষ্ট), পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন সুমাইয়া আক্তার মিম (৭ম), পৌলমী (৭ম) রিদিতা জামান, ফারজানা আক্তার আফরিন (৬ষ্ঠ)। নির্বাচনে যে ৮জন নির্বাচিত হয়েছে তারা হল, জারিন তাসনিম (৬ষ্ঠ), রুকাইয়া জাহান(৬ষ্ঠ), জান্নাতুল নিতু (৭ম), অন্বেষা পোদ্দার(৭ম), ফারিয়া আক্তার টুম্পা (৮ম), পিংকি মনি (৯ম), ফাবিয়া রওনোক (প্রমি) (১০ম), সাদিয়া আক্তার (১০ম)। #