ফকিরহাটে সড়ক মহা-সড়ক দখল করে কাঠের ব্যাবসা : বাড়ছে দুর্ঘটনা

0
392

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে বিপুল সংখ্যাক গ্রাম্য সড়ক মহা-সড়কের সাইড সোল্ডার দখল করে ইটবালু ও কাঠের ব্যাবসা পরিচালনা করার করনে তীব্র যানজট সহ সড়ক দুর্ঘটনা ঘটার আশাংকা করা হচ্ছে। প্রশাসন সড়কের উপর হতে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করার বিষয়ে একাধিকবার মাইকিং করলেও ব্যাবসায়ীরা তা কর্ণপাত করছেনা। যে করনে রাস্তা সংকুচিত হয়ে তীব্র যানজট ও সড়ক র্দুঘটনা লেগেই থাকছে। জানা গেছে, বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগ ও উপজেলা প্রশাসন গ্রাম্য রাস্তা থেকে শুরু করে সড়ক ও মহা-সড়েকের উপর হতে সকল প্রকার ইট বালু ও কাঠের গুড়ি সরিয়ে ফেলার জন্য একাধিকবার নিদ্দেশ প্রদান করেন। কিন্তু ব্যাবসায়ীরা তার তোয়াক্কা না করে দীর্ঘকাল ধরে রাস্তার সাইড সোল্ডার দখল করে তাদের ব্যাবসা অব্যাহত রেখেছেন। সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে দেখা গেছে, কাটাখালী ভায়া বাইনতলা গুরুত্বপূর্ণ সড়কের মুখে হাতে গোনা কয়েকজন কাঠ ব্যাবসায়ী ইচ্ছামত বড় বড় কাঠের গুড়ি বা লক রেখে রাস্তাটির অধিকাংশ জায়গা দখল করে রেখেছেন। এতে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। কোন কোন সময় এই জায়গাই এমন তীব্র যানজটের সৃষ্টি হয় যা নিজে চোখে না দেখলে বুঝার উপায় থাকে না। স্থানীয়রা বলেছেন, মহাসড়কে থ্রি-হুইলার অটোভ্যান ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ থাকায় এই গ্রাম্য সড়কের পাশের্^ সেগুলি রেখে বিভিন্ন গ্রমাঞ্চলে যাত্রী সাধারন নিয়ে চলাচল করে। কিন্তু কাঠ ব্যাবসায়ীদের কাঠ রাখার কারনে রাস্তা সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এছাড়া খুলনা মংলা মহাসড়কের চুলকাঠি ভট্টে রোনসেন ফয়লা, ফকিরহাটের বাহিরদিয়া বেবী স্ট্যান্ড, সিংগাতী বেবী স্ট্যান্ড, পিলজংগ ইউনিয়নের সাধুর সাধের বটতলা হতে গাবখালী গ্রাম্য সড়ক, সাধুর সাধের বটতলা ভায়া পিলজংগ ইউনিয়ন পরিষদ সড়ক, শুকদাড়া গৌরম্বা সড়কের বেতাগা, শুভদিয়ার ভাংগনপাড় বাজার সড়ক ও গৌরম্ভা বাজার সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দখল করে ইট বালু ও কাঠের ব্যাবসা পরিচালনা করা হচ্ছে। উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির একাধিক সভায় বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা করা হলেও সুফল কিছুই হয়নী। যে কারনে সড়ক মহাসড়কের উপর এই ব্যাবসা অব্যাহত রয়েছে। এব্যাপারে দ্রæত পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।