ফকিরহাটে স্বর্ণের কারিগরদের কষ্টে দিনযাপন, কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন

0
336

ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মেইন বাজার এর স্বর্ণ পট্টির সোনার কারিগরদের করোনা ভাইরাসের কারনে কোন কাজ না থাকায় কষ্টে দিন যাপন করছে প্রায় ৬০টি পরিবার। গত ২৫ মার্চ সরকারের নির্দেশনা মোতাবেক ফকিরহাট বাজারের সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করার পর থেকে এসব কারিগরদের আয়ের চাকা বন্ধ হয়ে যায়। কিছু স্বর্ণ ব্যবসায়ী গুটি কয়েক কারিগরকে খাদ্য সহায়তা প্রাদান করলেও বেশির ভাগ অসহায় কারিগর পরিবারের নিত্য দিনের আহার যোগাতে হিমসিম খাচ্ছে।
এ ব্যাপারে ফকিরহাট স্বর্ণ কারিগর সমিতির সভাপতি বাসু কর্মকার বলেন, আমরা প্রায় ৬০ টি পরিবার করোনা বাইরাসের কারনে অঘষিত লোকডাউনে পড়ে দোকান বন্ধ থাকায় কোন কাজ না থাকায় খুব অসহায় ভাবে দিন যাপন করছি। না পাচ্ছি কোন কাজ, না পারছি কারো কাছে হাত পাততে, আজ পর্যন্ত কোন সংস্থা বা সরকারী ভাবে কোন সহায়তা পাই নাই। এমতবস্থায়, উক্ত অসহায় পরিবারগুলোকে দ্রæত সময়ের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করতে স্ব-স্ব স্বর্ন ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।