ফকিরহাটে সুষ্ঠ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

0
463

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
দেশের অন্যান্য স্থানের ন্যায় বৃহস্পতিবার থেকে ফকিরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন কেন্দ্র ও ভ্যেনু পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা মোট ৬৮৭জন পরীক্ষার্থী। এরমধ্যে অনুপোস্থিত রয়েছে মাত্র ২জন। এখানে ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করছে। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেশ মিত্র। হল সুপার ছিলেন কাঠালতলা কাজি আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক আব্দুস সাত্তার। ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার মোঃ আসাদুজ্জামান।
অপরদিকে ভ্যেনু শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এবার ৬ মাধ্যমিক বিদ্যালয় হতে মোট ২৯৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। এখানে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ, হল সুপার ছিলেন বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, ভিজিলেন্স টিমের উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার।
এছাড়া সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৩জন। এখানে মোট ৩টি বিদ্যালয়ের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। এখানে কেন্দ্র সচিবের সচিবের দায়িত্ব পালন করেন অত্র কলেজের অধ্যক্ষ কাজী ফরহাদ হোসেন, হলসুপারের দায়িত্ব পালন করেন শিক্ষক হাফিজুর রহমান ও খায়রুল বাসার।
এছাড়াও ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ২২৫জন। এই কেন্দ্রে মোট ৯টি মাদ্রাসার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। এই কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা ও ভিজিলেন্স টিমের সদস্যরা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।#