ফকিরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

0
717

এম জাকির হোসেন, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় “পুলিশই জনতা-জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উপলক্ষ্যে গত ২৮ অক্টোবর শনিবার সকাল ১০টায় একটি বিশাল র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফকিরহাট কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে ও ফকিরহাট মডেল থানা পুলিশের সহযোগীতায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মডেল থানা অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ। মডেল থানার সেকেন্ড অফিসার বিধান চন্দ্র রায়ের পরিচালনা এসময় ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ কওসার আলী ফকির, শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, সদস্য সচিব কাজী বেলাল সাঈদ, কৃষক লীগের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, আ’লীগ নেতা নির্মল কুমার দাশ, মোঃ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু বকর শেখ সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও পুলিশিং কমিটির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।