ফকিরহাটে অপহরণ মামলা দায়ের : ভিকটিম কিশোরীকে উদ্ধার : আটক ২

0
552

এম জাকির হোসেন, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকা থেকে অপহরণ হওয়া কিশোরী স্কুল ছাত্রীকে যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই বিভাষ সাহা সহ সংগীয় ফোর্স ১৪ এপ্রিল ভোর রাতে বিশেষ এক অভিযান চালিয়ে যশোর জেলার বসুন্দিয়া এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগীতায় একটি গাড়ীর ভেতর থেকে তাকে উদ্ধার করেছে। এসময় ভিকটিমের সাথে থাকা অপহনের মূল নায়ক লখপুরের মাহবুব শেখের পুত্র পিয়ার শেখ (২৫) কে আটক করে। পরবর্তীতের লখপুর এলাকা থেকে পিয়ার এর ভাই আশরাফুল শেখ (২৮) কে আটক করে। ১৪ এপ্রিল দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে ভিকটিমের ২২ ধারায় জবানবন্দী গ্রহন করা হয়েছে এবং ১৫ এপ্রিল তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, লখপুর গ্রামের লোকমান শেখের কিশোরী কন্যা ও লখপুর আলহাজ ইসহাক আম্বিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী (১৬) গত ৭ এপ্রিল বিকেল আনুমানিক সাড়ে ৩টায় স্কুল ছুটির পর বাড়ী যাওয়ার পথে অভিযুক্ত আসামীরা মটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পরে তাকে মূখ চেপে ধরে সু-কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের কাকা আঃ সালাম শেখ নিজ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ সহ আরও ২জনকে অজ্ঞাতনামা আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-০৮, তারিখ-১৩/০৪/২০১৮ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০। এ ব্যাপারে এসআই বিভাষ সাহা জানান, অভিযুক্ত দুই আসামীকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের আটকের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।#