ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নে স্যানিটেশন মাস পালিত

0
630

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ

বাগেরহাটের ফকিরহাটে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে ৩১ অক্টোবর সকাল ১০টায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে “পয়ঃবজ্যের সুষ্ঠ ব্যবস্থাপনা’ ‘উন্নত স্যানিটেশনের সম্ভবনা” এবারের এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে হাত ধোয়া অনুষ্ঠিত হয়। পরে ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল। এতে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মোঃ সরফরাজ আলী ও সিএসএস পরিচালক (স্বাস্থ্য) সাজ্জাদুর রহিম পান্থ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক ঠাকুর দাশ রায়, শিক্ষক মোহম্মদ আলী প্রমূখ। এসময় ইউপি সচিব মোঃ সোহেল রানা, প্রধান শিক্ষকগন আবু হানিফ শেখ, ফকির মনিরুল ইসলাম, প্রহল্লাদ চন্দ্র হিরা, অসিম কুমার মজুমদার, সুপার মাওঃ মিজানুর রহমান, হরেন্দ্রনাথ শিকদার, লেকজান খাতুন, দূর্গা রানী রায়, আ’লীগ নেতা কওসার আলী ফকির, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, শেখ লিয়াকত আলী, মশিউদ্দিন মোড়ল, আঃ খালেক ঢালী, হাফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, শাহানারা খাতুন, সিএসএস’র ওয়াশ প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আলামিন হোসেন, এরিয়া অফিসার সিএসএস গোবিন্দ কুমার রায়, ইউনিয়ন ফ্যাসিলিটেটর শর্মিলা আজগর খাদিজা, ইউনিয়ন ফ্যাসিলিটেটর লাকি রায় সহ বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। #