প্রাণের বইমেলার ১৩ তম দিনে আবৃত্তি অনুষ্ঠিত

0
252

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ১৩ তম দিন। জমে উঠেছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণ মুখরিত হচ্ছে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণায়। প্রাত্যহিক আয়োজনে আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় সাহিত্য পর্ষদ এর কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে ফাতেমা আলী রচিত কাব্যগ্রন্থ ‘প্রেমের কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, কবি অজয় রায়, কবি ফিরোজ আহম্মেদ প্রমূখ। সভাপতিত্ব করেন ফাতেমা আলী। পরবর্তীতে বইমেলার মঞ্চে ধ্রুপদী সাহিত্য সংগঠনের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রূপালী নৃত্য রং এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নুরুন্নাহার হীরা, কাজী গোলাম সারোয়ার, কিশোর কুমার বাড়ৈ এবং তারক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।