প্রাণিসম্পদ উন্নয়নে ৪ হাজার কোটি টাকার পাইলট প্রকল্প অনুমোদনের পথে : মৎস মন্ত্রী

0
804

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

“দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত স্থানীয় ২৯জন খামারীর মাঝে দুধেন ক্যান, ক্রিম সেপারেটর, স্প্রে মেশিন, মুরগির ঠোঁটকাটা মেশিনসহ বিভিন্ন উপকরণ মঙ্গলবার বিকালে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে বিতরণ করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন। এসময়ে মন্ত্রী বলেন, ‘অতিশিগ্রই সারাদেশে প্রাণিসম্পদ উন্নয়নে ৪ হাজার কোটি টাকার একটি পাইলট প্রকল্প অনুমোদন হতে যাচ্ছে। এটা চালু হলে প্রাণিসম্পদ অধিদপ্তরে ব্যাপক বিপ্লব ঘটবে। এ পাইলট প্রকল্পে বিশ্বব্যাংক অর্থদিয়ে সহায়তা করবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক কল্যাণ কুমার ফৌজদার, খুলনা জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সৈয়দ মোঃ আনোয়ার-উল-ইসলাম, যশোর জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ভবোতোষ কান্তি রায় ও এডি (এপি) যশোর ডাঃ সুখেন্দু শেখর গাইন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন খুলনা জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মুর্শিদা পারভীন, ভিএফও আনোয়ার হোসেন, ডেইরী খামারী হাফিজুর রহমান, সুরঞ্জন ঘোষ, পোল্ট্রী খামারী সেকেন্দার আলী, মকবুল হোসেন, টার্কি খামারী সোহাগ হোসেন প্রমুখ। #