প্রাকৃতিক দুর্যোগ বিহীন বছরের প্রত্যাশা জাপান সম্রাট নারুহিতোর

0
199

খুলনাটাইমস বিদেশ : জাপানের নতুন সম্রাট নারুহিতো বৃহস্পতিবার বলেছেন, তিনি প্রাকৃতিক দুর্যোগ মুক্ত একটি বছর প্রত্যাশা করছেন। আনুষ্ঠানিকভাবে সিংহাসনের দায়িত্ব নেয়ার পর হাজার হাজার শুভানুধ্যায়ীর সামনে নতুন বছরে তার প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। খবর এএফপি’র। জনতার উদ্দেশে দেয়া ভাষণে নারুহিতো আরো বলেন, ‘আপনাদের সাথে নববর্ষ উদযাপন করতে পেরে আমি আনন্দিত।’ এ সময় উপস্থিত জনতা জাপানী পতাকা নেড়ে সম্রাটের দীর্ঘ জীবন কামনা করেন। ৫৯ বছর বয়সী সম্রাট বলেন, ‘তবে গত বছর শক্তিশালী ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণের কারণে এখনো অনেক লোক কঠিন জীবনযাপন করছে বলে আমি উদ্বিগ্ন।’ এসময় সম্রাজ্ঞী তার সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘এ বছর আমি প্রাকৃতিক দুর্যোগ বিহীন একটি ভাল ও শান্তিপূর্ণ বছর আশা করছি।’ গত মাসে এ রাজ দম্পতি শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে ক্ষতিগ্রস্ত জাপানের উত্তর-পূর্বাঞ্চল পরিদর্শন করেন। গত অক্টোবরে ঘূর্ণিঝড়টি এ অঞ্চলে আঘাত হানে। এতে ৮০ জনের বেশি লোক প্রাণ হারায় এবং স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।