প্রাইজ মানি কমানোর চিন্তা করছে উয়েফা

0
208

টাইমস স্পোর্টস:
করোনা মহামারীর কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নেবার লক্ষ্যে আগামী পাঁচ বছর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের প্রাইজ মানি কমানোর পরিকল্পনা করছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ইতোমধ্যেই উয়েফার পক্ষ থেকে সদস্য এসোসিয়েশনগুলোকে অবহিত করা হয়েছে করোনার কারণে প্রায় ৫১৪ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে তারা। টেলিভিশন ও স্পন্সর স্বত্ব থেকে এই আর্থিক ক্ষতি হয়েছে বলে উয়েফা জানিয়েছে। করোনার কারণে গত মৌসুমের নক আউট পর্ব দেরীতে শেষ হওয়ায় এই ক্ষতি হয়েছে। করোনা মহামারীর কারণে এই দুটি প্রতিযোগিতা মার্চ থেকে বন্ধ করে দেয়া হয়। আগস্টে ইউরোপের শীর্ষ লিগগুলো শেষ হবার পরে প্রতিযোগিতাটি আবারো মাঠে গড়ায়। নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশুন্য স্টেডিয়ামে নক আউট পর্ব আয়োজনে বাধ্য হয় উয়েফা। হোম-এ্যাওয়ে ফর্মেটের পরিবর্তে সিঙ্গেল লেগে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।