প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলুন : জেলা প্রশাসক

0
617

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করনার্থে বৈদেশীক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন বিদেশ যাওয়ার নামে আপনারা কোন প্রতারকের ফাঁদে পড়বেন না। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলুন,এরপর সঠিক প্রক্রিয়ায় বিদেশে পাড়ী জমান।আর কোন প্রতারককে পেলে প্রশাসনের হাতে ধরিয়ে দিন। নিজে প্রতারিত হবেন না অন্যকেও হতে দিবেন না।গতকাল মঙ্গলবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) দেবাশীষ বসাক, ভারপ্র্প্তা উপজেলা চেয়ারম্যান শিরিনা দৌলত ও বৈদেশীক কর্মসংস্থানের উপ-পরিচালক মোহাম্মদ আলী। বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার প্রমূখ। এ সময় সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রধান অতিথি উপজেলার ৪০টি দপ্তরে অগ্নি নির্বাপক যন্ত্র ও আমার বাড়ী,আমার খামার প্রকল্পের ১৪ জন মাঠ সহকারীর মাঝে বাই সাইকেল বিতরন করেন।