প্রশংসা কুড়াচ্ছে রিকশা গার্ল’র একঝলক

0
196

খুলনাটাইমস বিনোদন: রংতুলিতে নিজের স্বপ্ন আঁকেন কিশোরী নাঈমা। কিন্তু অভাবের সংসারে তার এই পেইন্টিং কোনো কাজে আসে না। তা নিয়ে প্রশ্ন তুলেন নাঈমার মা। হঠাৎ নাঈমার রিকশাচালক বাবা অসুস্থ হয়ে পড়েন। পরিবারের হাল ধরার জন্য পোশাক বদলে নাঈমা হয়ে যায় নাঈম। রিকশা নিয়ে পথে নেমে পড়ে সে। গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’ সিনেমার ট্রেইলারে এমন দৃশ্য দেখা যায়। ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’। এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়। মঙ্গলবার মুক্তি পেয়েছে এর ট্রেইলার। এরপর থেকে ২ মিনিট ১৮ সেকেন্ড দৈর্ঘ্েযর ট্রেইলারটি অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে। নিশিতা মিতু লিখেছেনÑ‘সেই নায়ক, নায়িকা, চৌধুরী সাহেব, ২০ বছর আগের স্মৃতি, ধাক্কা খেয়ে প্রেম- এসবের বাইরেও কত কিছু নিয়ে সিনেমা তৈরি করা যায়! দারুণ কিছু দেখার অপেক্ষায়।’ তানভীর ইভান লিখিছেন, ‘মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভির মতো স্বাদ পেলাম! আশা করি, ভালো কিছু করবে। আর হ্যাঁ, মুভির জন্য শুভ কামনা। অনবদ্য।’ এমন ইতিবাচক বক্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। আন্তর্জাতিক কোনো উৎসব সিনেমাটির প্রিমিয়ারের জন্য অপেক্ষা করছিলেন নির্মাতারা। কয়েক দিন আগে সেই সুখবর দেন প্রযোজক এরিক জে অ্যাডামস। আর তারপরই প্রকাশ্যে এলো ট্রেলার। এ প্রযোজক জানান, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে ‘রিকশা গার্ল’। ২২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলবে ডারবানের এই উৎসব। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’-এর গল্প এটি। বইটি অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে রিকশা-কন্যা নাঈমার চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চিত্রনাট্য রচনা করেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। ঢাকা, পাবনা, গাজীপুরসহ বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। এর মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে দেশের প্রথম কোনো সিনেমায় শতাধিক বস্তিঘরের সেট তৈরি করা হয়। সিনেমাটি প্রযোজনা করছেন এরিক জেমস এডামস। যৌথভাবে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং জিয়াউদ্দিন আদিল।