প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী খুবিতে দু’দিনব্যাপী দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন শুরু হচ্ছে আজ

0
469

নিজস্ব প্রতিবেদক:
আজ ১ আগস্ট বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন শুরু হচ্ছে। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এ সম্মেলনের উদ্বোধন করবেন।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডাইরেক্টর ফ্রেদ উইতেভেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন উপস্থিত থাকবেন। সম্মেলনে বৃহত্তর খুলনার সংসদ সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। দু’দিনব্যাপী এ সম্মেলন শেষে ২ আগস্ট শুক্রবার খুলনা ডিক্লারেশনের মাধ্যমে শেষ হবে। সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এদিকে আজ বিকেল ৩টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সম্মেলনের ভ্যেনু পরিদর্শন করে প্রস্তুতির খোঁজখবর নেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ আয়োজক কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।