প্রধানমন্ত্রী স্পেনে কোপ-২৫ সম্মেলনে জলবায়ু অর্থায়নের বিষয়টি অধিক গুরুত্ব দিবেন : পররাষ্ট্রমন্ত্রী

0
396

খুলনাটাইমস ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে অনুষ্ঠেয় আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে উন্নত এবং স্বল্পোন্নত দেশ সমূহের জন্য প্যারিস চুক্তির মাধ্যমে জলবায়ু অর্থায়ন নীতি বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়ন নীতি বাস্তবায়নে এবং উন্নত ও স্বল্পোন্নত দেশ সমূহের জন্য বিশেষ ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন স্পেন সফরের ওপর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫ তম প্যারিস বার্ষিক সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ১ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে প্রদত্ত ভাষনে জলবায়ু জনিত কারণে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ওয়ারস ইন্টারন্যাশনাল ম্যাকানিজম ম্যান্ডেটকে আরো শক্তিশালী করার মাধ্যমে ঝুকিপূর্ণ দেশ সমূহকে জলবায়ু সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানাবেন। তিনি আরো বলেন, এ ছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু পরির্বতন জনিত কারণে সৃষ্ট বিরূপ প্রভাবের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থায় ভবিষ্যৎ কৌশল হিসাবে বাংলাদেশের সাফল্য ও অর্জন সম্মেলনে তুলে ধরবেন। তিনি বলেন, আমরা দৃঢতার সাথে বলতে পারি, সম্মেলনে বাংলাদেশের অংশ গ্রহন বিশ্ব জলবায়ু মধ্যস্থতায় বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জল হবে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, সম্মেলনে বাংলাদেশ বিশ্ব নেতাদের অবহিত করবে যে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজারের সমগ্র এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এটি একটি দুর্যোগের মতো হয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদানের পাশাপাশি ২ ডিসেম্বর স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানহেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তুলে ধরে দেশের জ্বালানী, যোগাযোগ ও স্বাস্থ্য খাতে স্পেনিশ বিনিয়োগের আহবান জানানো হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অংশীদারের দেশ সমূহের মধ্যে স্পেন একটি এবং বাংলাদেশী পণ্যের চতুর্থ আমদানিকারক দেশ। এই বৈঠকের ফলে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদারের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই একই দিনে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রী বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু, ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০ নিয়ে দু’নেতার মধ্যে আলোচনা হবে। প্রধানমন্ত্রী ১ ডিসেম্বও স্পেনের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন এবং ৩ ডিসেম্বর দেশে ফিরে আসবেন।