প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিচার বিভাগের স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাবে : মেয়র

0
219

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এর সাথে মতবিনিময় করেছেন জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার বাদ মাগরিব সিটি কর্পোরেশনের আলতাফ মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের নেতৃত্বে আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা মতবিনিময় করেন। এসময়ে মতবিনিময় অনুষ্ঠানের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীরা দেশ ও জাতির স্বার্থে কাজ করে এসেছেন। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার পরে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল স্বৈরশাসককে আইনের মাধ্যমে পরাভূত করে কারাগার থেকে মুক্ত করার যে অবদান সেটি ইতিহাসে লিখা থাকবে। বাংলাদেশের অনেক ক্রান্তিকালে আইনজীবীরা তাদের মেধা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকের বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. নবকুমার চক্রবর্তী, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. জাহাঙ্গীর হোসেন খান, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. সাজ্জাদ আলী, এ্যাড. শিকদার হাবিবুর রহমান, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. জেসমিন সুলতানা জলি, এ্যাড. আল আমিন উকিল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, এ্যাড. এনামুল হক, এ্রাড. দ্বীনবন্ধু ঢালী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।