প্রথম বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত মাশরাফি-সাকিব-মুশফিকরা

0
333

খুলনাটাইমস স্পোর্টস : ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুবারা। এই প্রথম বিশ্বকাপের মঞ্চে শিরোপার স্বাদ নিলো বাংলাদেশ। দেশের এমন সাফল্যে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। আকবর আলির দলকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি-সাকিব-মুশফিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের ছেলে অভিষেক দাস। এছাড়া রাকিবুল, শরিফুল, ইমন এবং দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ- সবাইকে অভিনন্দন। তুমি দুর্দান্ত আকবর আলি। শুধু আবেগটা ধরে রাখতে পারলেই হবে। কী অসাধারণ সাফল্য। বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য অনিন্দ্য সুন্দর মূহুর্ত।’ এই সাফল্যকে সঙ্গী করে অনেক দূর যেতে হবে বলে জানান ম্যাশ, ‘আরও অনেক অনেক দূর যেতে হবে তোমাদের। ভবিষ্যতে আরও অনেক বেশি সাফল্য পাও- সেই শুভকামনাই থাকলো। এখন সাফল্যটা উপভোগ করো। অভিনন্দন মি. ক্যাপ্টেন আকবর, অভিনন্দন বাংলাদেশ।’ নিজের ভেরিফাইড পেজে বাংলাদেশের যুব দলকে অভিনন্দন জানিয়ে সাকিব বলেন, ‘বাঘের বাচ্চারা করে দেখিয়েছে। ভারতের যুবাদের ৩ উইকেটে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ।’ নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘আলহামদুল্লিাহ! কোনো সন্দেহ ছাড়াই আমি বলে দিতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটাই আমার জীবনের সেরা সাফল্য। এই ছেলেরা আমাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করলো। অভিনন্দন সুপারস্টাররা।’