প্রথম ওয়ানডেতে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী দল

0
260

খুলনাটাইমস স্পোর্টস : দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। ওয়ানডের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেয় সালমা খাতুনের দল। তিন ম্যাচেই হারের লজ্জা পায় সফরকারী বাংলাদেশ দল। গেল ২৬ অক্টোবর থেকে পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ শুরু করে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচেই হেরে বসে সালমা-জাহানারা। ১৪ রানে ম্যাচ জিতে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৬ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১১২ রান করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু দলের প্রয়োজন মেটাতে পারেনি তারা। প্রথমে ব্যাট করা পাকিস্তান ৩ উইকেটে ১৬৭ রানের বড় সংগ্রহই পায়। জয়ের জন্য ১৬৮ রানের টার্গেট স্পর্শ করতে দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে সানজিদা ইসলাম-ফারজানা হক-নিগার সুলতানা। কিন্তু তাদের ইনিংসগুলো বড় না হওয়াতে হার স্বাদই পেতে হয় বাংলাদেশকে। কারণ ৭ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি তারা। সানজিদা ৪৫, ফারজানা ৩০ ও নিগার ২১ রান করে আউট হন। শেষ দিকে, জাহানারার ৫ বলে ১৮ ও লতা মন্ডলের ১৭ রানও বিফলে যায়। তাই ১৫ রানের জয়ে সিরিজ নিজের করে নেয় পাকিস্তান। এক ম্যাচ আগেই সিরিজ হারের ফলে হোয়াইটওয়াশের মুখে পড়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর জন্য তৃতীয় ও শেষ ম্যাচে ঘুড়ে দাঁড়াতে প্রত্যায়ী ছিলো দলের খেলোয়াড়রা। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে পুরনো রুপে দেখা যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে আরও খারাপ রুপে। পাকিস্তানের ছুড়ে দেয়া ১১৮ রানের টার্গেটে ৮ উইকেটে মাত্র ৮৯ রান করে বাংলাদেশ। তাই ২৮ রানে ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। তিন ম্যাচের টি-২০ সিরিজ জয়ে ফুরফুরা মেজাজ নিয়ে ওয়ানডে শুরু করবে পাকিস্তান। ছোট ফরম্যাটের মত ওয়ানডেতেও প্রাধান্য বিস্তার করে খেলে সিরিজ জিততে চায় পাকিস্তান। তবে টি-২০ সিরিজ হারের স্মৃতি ভুলে ওয়ানডে ভালো করতে চায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে সাফল্য নিয়ে এবারের পাকিস্তান সফর শেষ করতে চায় রুমানা আহমেদের দল। ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন রুমানা। টি-২০তে দলের দায়িত্বে ছিলেন সালমা খাতুন। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে হবে ৪ নভেম্বর। বাংলাদেশ নারী ওয়ানডে দল : রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়শা রহমান, নিগার সুলতানা জোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, ইক্কা মল্লিক, সালমা খাতুন, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার।
স্ট্যান্ড-বাই : নাহিদা আকতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনি আকতার, জিনাত আসিয়া অর্থি, সাবিকুন নাহার জেসমিন ও হ্যাপি ইসলাম।