প্রতাপনগরে আদালতের রায় অমান্য করে জমি দখল, ভাংচুর ও লুটপাট

0
263

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে আদালতের রায় উপেক্ষা করে বাদীর জমিতে জোরপূর্বক ঘর তৈরির অপচেষ্টা চেষ্টা ও মৎসঘের দখলের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, উপজেলার প্রতাপনগর গ্রামের নুরুল হক চৌধুরীর কাছ থেকে সুরাত সানার ছেলে আব্দুল মজিদগং প্রতাপনগর মৌজায় ৫৮৫ খতিয়ানে ৩৬২৫ দাগে ২৯ শতক জমি ক্রয় করেন ক্রয় করেন। জমির উত্তরাধিকারী শরীক মৃত্যু মোর্শেদ আলী সরদারের ছেলে আজিজুল সরদার ও আব্দুল জব্বার সরদার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে পৈতৃক শরিকী আইনে টাকা আমানত পূর্বক জমি মালিকানার অধিকারে আনতে বিগত ২২ জানুয়ারি ২০১৭ একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯/১৭। যার বিচারিক শুনানি কার্য শেষে গত ২১ মে’১৯ বিজ্ঞ আদালত আজিজুল ও আব্দুল জব্বারে পক্ষে রায় প্রদান করেন। কিন্তু বিবাদী আব্দুল মজিদ গং বিজ্ঞ আদালতের বিচারিক রায় অমান্য করে সংঘবদ্ধ ভাবে ৫৮৫ খতিয়ানের ৩৬৬৮ দাগের ৬৬ শতক জমি জবর দখল এবং পৈতৃক জমিতে আজিজুল জব্বারের মৎস্য ঘের লুটপাট ও বাসা ভাংচুর করে দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে দেড় লক্ষ টাকার মাছ লুট ও ক্ষতিসাধন করা হয়েছে। জমি পুনঃ দখল করতে গেলে জীবন নাশের হুমকী দিয়ে তারা বহায় তবিয়তে জমিতে রয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুষ্ঠু সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা হস্তক্ষেপ না করলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনার আশঙ্খা করছেন এলাকাবাসী।