প্রচুর দর্শকের আগমনে খুলনার মুজিববর্ষ একুশে বইমেলা মুখরিত

0
134

খবর বিজ্ঞপ্তি:
জমে উঠেছে প্রাণের বইমেলা। প্রচুর দর্শকের আগমনে খুলনার মুজিববর্ষ একুশে বইমেলা বইপ্রেমিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। ২৪ মার্চ বুধবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা’র ৬ষ্ঠ দিন। বিকাল ৪ টায় বইমেলার মঞ্চে ‘ওঙ্কার শৃণূতা’ ও ‘ভৈরবী’ সংগঠনের বাচিক ও সঙ্গীত শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালার সূচনা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেনায় ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাবাদর্শের অনুসারী সংগঠন ‘ নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, খুলনা’র শিল্পীবৃন্দ। সবশেষ পরিবেশনায় ছিল ‘ জ্ঞান বিকাশ সঙ্গীত একাডেমী’র শিল্পীবৃন্দ। প্রচুর দর্শকশ্রোতা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাসেল শেখ, এস এম শাহারুজ্জামান ও ফারজানা আলেকজান্ডার। সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।