পোল্ট্রি শিল্প মালিক সমিতির বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব ডিম দিবস’ পালন

0
307

খবর বিজ্ঞপ্তি:

‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে (৯ অক্টোবর) শুক্রবার দেশব্যাপী বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন ও প্রাণিসম্পদ অধিদপ্তর দিনব্যাপী নানা আয়োজন করে। এর মধ্যে র‌্যালী, সিদ্ধ ডিম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে বিপিআই-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি সকালে দুস্থ-অন্ধ-প্রতিবন্ধীদের সিদ্ধ ডিম এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত স্বাস্থ্যবিধি মেনে র‌্যালী ও আলোচনা সভায় সমিতির একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। পরবর্তীতে বিকেল ৪টায় সমিতির খুলনা মহানগরীর ডালমিল মোড়স্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। আলোচনা সভায় বক্তৃতা-উপস্থিত-সমর্থন করেনÑঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, ইলিয়াছ চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুন-অর রশীদ, নির্বাহী সদস্য শাহ্ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ্ উদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মাহবুবুর রহমান মিঠু, শেখ আইনুল হক, সজীব হাসান জসিম ফরাজী, সিরাজুল ইসলাম চৌধুরী, নয়ন ইব্রাহিম প্রমুখ।