পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সংবাদ সম্মেলন

0
1082

নিজস্ব প্রতিবেদক:
প্রাইম ব্যাংক খুলনা শাখা কর্মকর্তা কর্তৃক প্রগতি ফিস লিঃ-এর এম ডি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম আজাদ মুন্নার উপর ঋণের টাকা আদায়ের নামে শারীরিক হামলার প্রতিবাদ, নিন্দা ও দায়ীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর ডালমিল মোড়স্থ পোল্ট্রি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।
লিখিত বক্তব্যে খুলনার বিশিষ্ট তরুণ ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম আজাদ মুন্নাকে ঋণের টাকা আদায়ের নামে অসুস্থ মায়ের সামনে শারীরিকভাবে রক্তাক্ত ও গুরুতর জখম করে উল্টো সোনাডাঙ্গা থানায় মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ন্যাক্করজনক সন্ত্রাসী কর্মকাÐে জড়িতদের শাস্তির দাবি করা হয়। বক্তব্যে বলা হয়, সোনাডাঙ্গা থানায় হস্তান্তরিত ব্যাংক কর্মকর্তারা কিভাবে ছাড়া পেল, তা জানতে জানতে চাওয়া হয়। সকলের জানা ব্যাংক কর্তৃপক্ষ ঋণ দেয় ব্যবসায়ীদের ব্যবসা করতে এবং একটি সুনির্দিষ্ট নিয়ম-বিধি-শর্ত অনুযায়ী ব্যবসায়ীরা তা পরিশোধ করে থাকেন। কিন্তু নিয়ম ভঙ্গ করে ব্যবসায়ীর বাসভবনে হামলা, ভাঙচুর ও হুমকি প্রদান ব্যাংক কর্মকর্তা নামধারী সন্ত্রাসীদের উক্ত কার্যকলাপকে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা জানান। এ বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অবগত নন বলে মনে করা হয়। লিখিত বক্তব্যে আরো বলা হয়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুন্নার পক্ষে দায়ীদের শাস্তির আওতায় আনার জন্য জেলা প্রশাসন, থানা প্রশাসন ও সকল ব্যবসায়ীদের আহŸান জানিয়ে উদীয়মান এই তরুণ ব্যবসায়ী মুন্নার সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা ক্ষুণœকারী ব্যাংক কর্মকর্তা নামধারী সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑখুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদের সদস্য সচিব এস এম ওবায়দুল্লাহ, পোল্ট্রি সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন, শেখ রেজানুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব হাফিজুর রহমান লিপু, তপন পাল, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, মোঃ এনছান আলী, আনন্দ কুমার স্বর প্রমুখ।