পূর্ব সুন্দরবনে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

0
345

শরণখোলা আঞ্চলিক অফিস:
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় মাছ ধরতে গিয়ে সাহেব আলী ফকির (৬০) নামে এক জেলে মারা গেছে। রবিবার সকালে জেলের লাশ বনবিভাগের কর্মকর্তারা পরিবারের কাছে হস্তান্তর করেন। শনিবার সন্ধ্যায় খালে মাছ ধরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ওই জেলে মারা যায় বলে সঙ্গীয় জেলেরা জানান।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান, রবিবার সকালে জেলেরা সাহেব আলী নামে এক জেলের লাশ নিয়ে রেঞ্জ অফিস ঘাটে আসে। মৃত ওই জেলে সপ্তাহ খানেক আগে পাশ নিয়ে সুন্দরবনে যায়। শনিবার সন্ধ্যায় ছাপড়াখালী এলাকায় মাছ ধরার সময় সে অসুস্থ্য হয়ে মৃত্যবরণ করেন। মৃত জেলে শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের বেলায়েত হোসেন ফকিরের পুত্র।
সাউদখালী ইউপি’র বকুলতলা ওয়ার্ড মেম্বার খলিলুর রহমান জানান, জেলে সাহেব আলীর লাশ তার বাড়ীতে নিয়ে দাফন করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো।