পূর্ণ স্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে রাস উৎসব

0
975

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
রাতভর পূজা-অর্চনা আর সকালে সমুদ্রের নোনা জলে পূর্ণ স্নানের মধ্যে দিয়ে শেষে হয়েছে হিন্দু সম্প্রদায়ের তিনদিন ব্যাপী রাস উৎসব। ঐতিহ্যবাহি রাস পূর্ণিমা বা রাস উৎসবকে ঘিরে মোংলার কানাইনগর সার্বজনীন গোবিন্দর মন্দিরে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও দর্শনার্থীসহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকের সমাগম ঘটে। দল বেঁধে নারী-পূরুষসহ সবাই মিলে পূন্য লাভের আশায় সমুদ্র থেকে আসা নোনা পানিতে স্নানে মিলিত হয়। এ উপলক্ষে মেলা সহ মন্দির চত্বরে নানা আনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা পন্যের স্টল বসে মেলা চত্বরে।


এ দিকে সাগরের লোনা পানিতে পূর্ণ্য স্নানের মধ্যদিয়ে শেষ হলো সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব। বৃহস্পতিবার থেকে সাগর পাড়ের দুবলার চরের আলোরকোল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এ রাস উৎসবকে ঘিরে মেলা শুরু হলেও রাস পূর্ণিমার তিথি অনুযায়ী মুলত মেলার উদ্বোধন হয় শুক্রবার সন্ধ্যায়। এরপর ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী পূজা-অর্চণাসহ সকল আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে সূর্য উঠার সাথে সাথে সাগরে স্নানের মধ্যদিয়ে শেষ হলো এ রাস উৎসব। স্নান শেষ করেই তীর্থযাত্রী ও দর্শনার্থীরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছেন। উল্লেখ্য, প্রায় দুইশত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের বাংলা কার্ত্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকে ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব উদযাপিত হয়ে আসছে। হিন্দু ধর্মালম্বীরা এ সময় পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে স্নান করে তাদের পাপ মোচন হবে এমন বিশ্বাস নিয়ে রাস উৎসবে যোগ দিয়ে থাকেন। #