পুলিশের ডিআইজি মনিরুল ইসলামের বিবৃতি

0
795

প্রিয় বন্ধু, শুভানুধ্যায়ী ও সহকর্মী,
গতকাল (১১/০৪/২০১৮) আমার বদলীজনিত একটি সরকারী আদেশ জারী করা হয়েছে। কোন কোন গনমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিষয়টি প্রচারিত ও প্রকাশিত হওয়ায় অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন আবার অনেকেই বিষয়টি নিয়ে কৌতুহল ও প্রকাশ করেছেন। যাঁরা অভিন্ন্দন ও কৌতুহল জানিয়েছেন তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রকৃত তথ্য ব্যাখ্যা করা প্রয়োজন মনে করছি। আমি গত ১৪/০২/২০১৬ খ্রিষ্টাব্দে জারী করা সরকারী প্রজ্ঞাপনে ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর ১৬/০২/২০১৬ খ্রিষ্টাব্দে ঢাকা মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসাবে “Counter Terrorism and Transnational Crime Unit” এর প্রধান পদে যোগদান করি। প্রতিষ্ঠাতা প্রধান হিসাবে আমার সামর্থ্যানুযায়ী এই ইউনিট গঠন, সদস্য বাছাই, দেশে-বিদেশে তাদের প্রশিক্ষন ও অন্যান্য সাজ-সরন্জামাদি সংগ্রহ করে ইউনিটকে কার্যকর করার প্রচেষ্টা গ্রহন করি। এই ইউনিট পুরোপুরি কার্যক্ষম হওয়ার আগেই Holey Artisan Bakery এর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তারপর এই ইউনিটটি দেশব্যাপী একের পর এক সফল অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের সক্ষমতা ধ্বংস করে দিতে সক্ষম হয়। এমতাবস্থায়, গতবছর (২০১৭) নভেম্বরের শেষদিকে এক সরকারী প্রজ্ঞাপনে আমাকে পৃথক একটি নবগঠিত Anti-Terrorism Unit এর ডিআইজি হিসাবে বদলি করা হলেও কর্তৃপক্ষের অনানুষ্ঠানিক নির্দেশে নতুন ইউনিটে যোগদান না করে পুরোনো দায়িত্ব অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে Counter Terrorism and Transnational Crime Unit এর প্রধানের দায়িত্ব পালন অব্যাহত রাখি। গতকালের আদেশে আমার Anti-Terrorism Unit-এ নভেম্বরে জারীকৃত বদলীর আদেশটি বাতিল করা হয়েছে মাত্র, কোন পদোন্নতি কিংবা কর্মস্থলের পরিবর্তন হয়নি। ফলে আমি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত Counter Terrorism and Transnational Crime Unit এর প্রধান অর্থাৎ বর্তমান দায়িত্ব পালন করে যাবো। আমি পেশাগত জীবনে সাধ্যানুযায়ী কাজ করার চেষ্টা করেছি, আগামীতে ও একই ভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা যাঁরা দায়িত্ব পালনকালে বিভিন্ন ভাবে সহযোগিতা ও সমর্থন করে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন আগামী দিনগুলোতেও আপনাদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আপনাদের সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা!

তথ্যসূত্র: ফেসবুক