পানির নিচে চুমুর প্রস্তুতি নেওয়া হচ্ছে

0
275

খুলনাটাইমস বিনোদন: মুহিত সুরি পরিচালিত সিনেমা মালাং। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আদিত্য রয় কাপুর ও দিশা পাটানি। মালাং সিনেমায় প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন তারা। এই সিনেমায় তাদের একটি চুম্বন দৃশ্য রয়েছে। দৃশ্যটি যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন এই জুটি। মুম্বাই মিরর এই তথ্য জানিয়েছে। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, দৃশ্যটিতে আদিত্য ও দিশাকে কমপক্ষে এক মিনিট পানির নিচে থাকতে হবে। এই প্রশিক্ষণ মূলত পানির নিচে তাদের দম ধরে রাখার ক্ষমতা বাড়ানোর জন্য। একবারে এর দৃশ্যধারণ খুবই কঠিন, কীভাবে একসঙ্গে শ্বাস-প্রঃশ্বাস ঠিক রাখা যায় আদিত্য ও দিশা সেটি চেষ্টা করছেন। এর আগে চলতি বছরের শুরুর দিকে ইনস্টাগ্রামে আদিত্যর সঙ্গে একটি ছবি পোস্ট করেন দিশা। ভারতের পর্যটন নগরী গোয়াতে প্রশিক্ষণ পর্বের সেই ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছিলেন, মালাং সিনেমার বিশেষ কিছুর জন্য প্রশিক্ষণ। রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমা মালাং। আদিত্য-দিশা ছাড়াও এতে অভিনয় করছেন অনিল কাপুর, কুণাল খেমু প্রমুখ। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।