পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর মতবিনিময় সভায়

0
230

খবর বিজ্ঞপ্তি:
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে গত ১১ অক্টোবর বিকেল ৫টায় অস্থায়ী কার্যালয়ে ছাত্র, যুব, নারী, কৃষক, ক্ষেতমজুর ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু’র সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক। অতিথি বক্তা তাঁর বক্তব্যে বলেন, পাটকল রক্ষায় ছাত্র, যুব, নারী, কৃষক, ক্ষেতমজুর ও সাংস্কৃতিক সংগঠনকে যুক্ত করায় পাটকল রক্ষায় আন্দোলন আরো বেগবান হবে। একই সাথে আন্দোলনরত শ্রমিকদের সাথে তাদের পরিবার-পরিজনদেরও যুক্ত করতে হবে। সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে পাটকল চালুর দাবী রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑপরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল, কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক খান, যুগ্ম আহ্বায়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ, খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য আনিসুর রহমান মিঠু, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক মনিরুল হক বাচ্চু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজতান্ত্রিক কৃষক ও ক্ষেতমজুর ফ্রন্ট, খুলনা জেলা আহ্বায়ক প্রলয় মজুমদার, জাতীয় কৃষক ও ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য গাজী নওশের আলী, সিপিবি নারী সেল নেত্রী শাহিনা পারভীন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি উত্তম রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত কুমার ম-ল, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, বিপ্লবী ছাত্র মৈত্রীর মোঃ সালাহ উদ্দিন, তুলসি দাস রায় (রক্তিম), চারণ সাংস্কৃতিক কেন্দ্র, খুলনার সভাপতি সুপ্রভাত কবিরাজ, শ্রমিকনেতা নূরুল ইসলাম, আবুল হাসেম, মেহেদী হাসান বেল্লাল প্রমুখ। সভায় রাষ্ট্রীয় পাটকল চালু, আধুনিকায়ন ও শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধসহ ১৪ দফা দাবীতে বাম গণতান্ত্রিক জোট আহুত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর উদ্যোগে আগামী ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত খালিশপুর নতুন রাস্তার মোড়ে রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হবে। এ কর্মসুচি সফলের লক্ষ্যে আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টায় ফুলতলা ইষ্টার্ণ জুট মিল গেটে শ্রমিক সমাবেশ, ১৬ অক্টোবর বিকেল ৪টায় পিপলস গোল চত্বরে ছাত্র, যুব, নারী, কৃষক, ক্ষেতমজুর ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে সংহতি সমাবেশ ও ১৭ অক্টোবর বিকেল ৪টায় রাজঘাট কেজি স্কুল চত্বরে শ্রমিক সমাবেশ এবং ১৮ অক্টোবর বিকেল ৫টায় খালিশপুর এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হবে।