পাইকগাছা পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন পুনরায় সেলিম জাহাঙ্গীর মেয়র

0
155

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় শনিবার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন অফিস সূত্রে বেসরকারি ফলাফলে নির্বাচনে মেয়র পদে আওয়ামী মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৩৬৫ ভোট পেয়ে তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্ব›দ্বী কাস্তে প্রতীকের প্রশান্ত কুমার মন্ডল ১ হাজার ৬২৩ ভোট পেয়েছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলরা হলেন, ১, ২, ৩নং ওয়ার্ডে রাফেজা খানম, ৪, ৫, ৬নং ওয়ার্ডে কবিতা রাণী দাশ (পুনঃনির্বাচিত), ৭, ৮, ৯নং ওয়ার্ডে আসমা আহম্মেদ (পুনঃনির্বাচিত)। ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় আলাউদ্দীন গাজী পুনরায় নির্বাচিত হয়েছে। অন্যান্য ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর হলেন, ২নং ওয়ার্ডে অহেদ আলী গাজী (পুনঃনির্বাচিত), ৩নং ওয়ার্ডে আব্দুল গফফার মোড়ল, ৪নং ওয়ার্ডে এস,এম, তৈয়েবুর রহমান (পুনঃনির্বাচিত), ৫নং ওয়ার্ডে রবিশংকর মন্ডল (পুনঃনির্বাচিত), ৬নং ওয়ার্ডে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ (পুনঃনির্বাচিত), ৭নং ওয়ার্ডে শেখ মাহবুবুর রহমান রঞ্জু (পুনঃনির্বাচিত), ৮নং ওয়ার্ডে ইমরান হোসেন সরদার ও ৯নং ওয়ার্ডে এস,এম, ইমদাদুল হক (পুনঃনির্বাচিত)। পাইকগাছা পৌরসভার প্রতিটি কেন্দ্র আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। নির্বাচনে রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করেন খুলনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার এম. মাজহারুল ইসলাম।