পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক অফিস সহকারীকে মারপিট তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে

0
199

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক অফিস সহকারীকে মারপিটের ঘটনায় তদন্ত সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তদন্ত কার্য সম্পন্ন করেন। তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানা গেছে। জানা যায়, পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী সিরাজ উদ্দীন গত বুধবার পেনশনের কাগজপত্র ছাড় করতে স্বাক্ষর করাকালে চাহিদা মোতাবেক টাকা না দেয়ায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিজ চেয়ার ছেড়ে উঠে অফিস সহকারী সিরাজকে কিল, ঘুষি, লাথি মেরে টেনে হিঁচড়ে অফিস থেকে বের করে দেয়। এসময় সে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে খন্দকার হারুনার রশিদ ও প্রজিৎ কুমার রায় তাকে তাৎক্ষনিকভাবে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়। কর্তৃপক্ষের নির্দেশে খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস ফাতেমা জামিন রোববার দুপুরে তদন্ত কার্য সম্পন্ন করেন। ওই সময় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন। ঘটনার তদন্তকালে সাক্ষ্য প্রমাণে বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান। এ সময় তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনাটি সরকারি চাকুরী শৃংখলা বহির্ভূত।