পাইকগাছা উপজেলার ওয়ার্কার্স পার্টি’র সাত নেতার পদত্যাগপত্র প্রত্যাহার

0
311

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পাইকগাছা উপজেলা শাখার ওয়ার্কার্স পার্টি সাতজন নেতার সম্প্রতি প্রেরিত পার্টি থেকে পদত্যাগপত্রটি জেলা কমিটিতে গৃহীত হয়নি। তবে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, পার্টির পলিটব্যুরোর সদস্য ও খুলনা পার্টির ইনচার্জ কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস এবং জেলা কমিটির সম্পাদকমÐলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলুর উপস্থিতিতে ৩০ আগস্ট শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপী কপিলমুনিতে পাইকগাছা উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দের সাথে এক সৌহার্দ্যমূলক মতবিনিময় সভায় ৭ জন নেতার দাখিলকৃত পদতাগপত্রটি পার্টির প্রতি আনুগত্য স্বীকারে প্রত্যাহার করে নেয়া হয় এবং একই সাথে প্রত্যেকে স্ব-স্ব পদে বহাল থেকে পার্টির দশম কংগ্রেসকে সামনে রেখে জেলা সম্মেলন সফল করতে সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা সম্পাদক কমরেড শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেনÑকমরেড রেজাউল করিম, কমরেড মুজিবর রহমান, কমরেড গোলক ঘোষ, কমরেড কিনু পাল, কমরেড প্রদীপ দাস ও কমরেড খান মতলেব হোসেন