পাইকগাছায় ৯৯৯ ফোন পেয়ে নির্যাতিতা নাজমাকে উদ্ধার করেন পুলিশ

0
311

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় স্বামীর অত্যাচারের সময় ৯৯৯ ফোন পেয়ে পুলিশ নাজমা খাতুন (২৮) নাম এক সন্তানের জননীকে উদ্ধার করেছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির হাবিবনগরে এ ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া মাত্রই ঐ রাতেই আহত গৃহবধূকে এসআই লিয়াকত উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নাজমার পরিবার সুত্র জানান, বিগত ১৯/০১/২০১৫ তারিখে বিয়ের পর থেকে হাবিবনগরের আঃ জব্বারের ছেলে সফিকুল সরদার তার স্ত্রী নাজমাকে শারিরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছেন। এমনকি বরিশালে থাকাবস্থায় একবার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করলেও বাড়ীর মালিক টের পেলে সে যাত্রায় রক্ষা পায় বলে নাজমার পিতা কেশবপুরের বরনডালী গ্রামের শিক্ষক আব্দুল মোমিন এমন অভিযোগ করেন। তিনি আরো জানান, শফিকুলের মারপিট ও নির্যাতনের চিহ্ন তার মেয়ের হাতে রড পরানো রয়েছে। এ নিয়ে বহুবার শালিসী সভায় মীমাংসা হলেও সর্বশেষ শফিকুল মারপিট করে এ নির্যাতন চালায়। ইন্সপেক্টর (অপারেশন) শফিকুল ইসলাম ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। অনেকেই বাসাবসি করে সমাধানের চেষ্টা করছেন। এ অভিযোগ সম্বন্ধে শফিকুল সরদার বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে এ নিয়ে লেখালেখির দরকার নেই বলে মন্তব্য করেন।