পাইকগাছায় হোম কোয়ারেন্টাইন না মানায় আটক ১৪, আদালতে হাজিরার শর্তে মুক্তি

0
301

শেখ নাদীর শাহ্:
মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারী নির্দেশনা উপেক্ষা করে পাইকগাছায় দলবদ্ধ ভাবে অহেতুক ঘোরা ফোরার অভিযোগে ২৬৯ ধারায় জনস্বার্থে বাধ্য হয়ে গণগ্রেফতার শুরু করেছেন পুলিশ।
হোম কোয়ারেন্টাইন না মেনে সরকারী নির্দেশনা উপেক্ষা করে রাস্তা-ঘাটে দলবদ্ধ ভাবে অহেতুক ঘোরা ফোরার অভিযোগে রবিবার রাতে এক বয়াতীসহ ১৪ জনকে আটক করা হয় বলে করোনা সম্পর্কিত থানার দায়িত্বপ্রাপ্ত এসআই অখিল রায় জানান।
তিনি আরো জানান, অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসকল ব্যক্তিদের আটক করে ৫ এপ্রিল রাতে থানা হেফাজতে নেওয়া হয়।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এজাজ শফী জানান, আটককৃতরা ১৫ এপ্রিল আদালতে হাজিরার শর্তে মুচলেকা দিয়ে সোমবার সকালে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও কাউন্সিলরদের জিম্মায় ছাড়া পায়। করোনা প্রতিরোধে সরকারী নির্দেশনা মানতে সর্বোস্তরের জনসাধারণকে আহবান জানান তিনি।