পাইকগাছায় হোটেল, রেস্তোরা চা স্টল স্বাস্থ্য ঝুঁকিতে

0
417

অমল কৃষ্ণ মন্ডল, পাইকগাছা:
করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্বের মানুষ আজ বিপদ জনক উদ্বেগ উৎকন্ঠায় সময় পার করছেন। পরিস্থিতি বুঝে কোন কোন দেশে জরুরী অবস্থা ঘোষনা করেছেন। মানব সভ্যতার অস্তিত্ব ও দেশ জাতিকে ভাইরাস সংক্রামক রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে আমাদের সরকার কোন রকম গুজবে কান না দিয়ে এ মুহুর্তে করোনা আতঙ্ক না ছড়ানোর অনুরোধ করে সর্তকতা ও সাবধানতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছেন। স্বাভাবিক শিষ্ঠাচার মেনে জাপিত জীবন মেনে চলা, দুরত্ব বজায় রেখে অন্যের হাঁচি-কাঁশি থেকে দুরে থাকা, গনজমায়েত বন্ধ করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। মাঠ পর্যায়ে পাইকগাছায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সতর্কতা স্বরূপ সচেতনতা বৃদ্ধিতে করনীয় বিষয়ে মতবিনিময় সভা করে হাট-বাজার ও যথাস্থানে লিপলেট বিতরন করেছেন। নিজের বিবেক বুদ্ধি মতে বাড়ী ও তার আশপাশ পরিস্কার পরিছন্নতা বজায় রাখা,সাবান দিয়ে হাত-মুখে ধোয়া,হোটেল রেস্তোরা পরিস্কার পরিছন্নতা বজায় রাখা, সভা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল নামযজ্ঞে গনজমায়েত পরিহার করতে নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে আয়োজকরা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে বহুস্থানের পুর্বনিধারিত ওয়াজ মাহফিল ও মহানামযজ্ঞ অনুষ্ঠানের কর্মসুচি বাতিল করেছেন। এ দিকে বৃহস্পতিবার রাতে নবাগত ওসি মোঃ এজাজ শফী থানায় যোগদান করেই সেবা প্রত্যাশীদের সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে থানায় প্রবেশের ব্যবস্থা সহ সতর্কতা বৃদ্ধিতে শুক্রবার জনসাধারণকে জ্ঞাত করতে মাইকিং করেছেন। প্রশাসনের এত নজরদারী থাকা স্বত্বেও উপজেলার বিভিন্ন স্থান, পৌর সভার অভ্যন্তরে একাধিক চায়ের স্টল, হোটেল, রেস্তোরায় পরিস্কার পরিছন্নতার অভাব রয়েছে। অভিযোগ উঠেছে এসব ব্যবসা প্রতিষ্ঠান সরকারী নীতিমালায় অনুযায়ী পরিচালিত হচ্ছে না। এ বিষয়ে আনিছুদ্দৌলা টিপু নামে এক ব্যবসায়ী জানান পৌরসভার বাতিখালীতে পূরানো সিনেমা হলের সামনে রাস্তার বিপরিত পার্শ্বে সালাম হোটেল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিবেশ দূষন করে ব্যবস্যা করছেন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে টিপু অভিযোগ করেন হোটেল মালিক লিয়াকত আলী, পলিথিন ও আবর্জনা দিয়ে রান্নার ধোয়ায় ক্ষতি সহ স্বাস্থ্যসম্মত বাথরুমে ব্যবহার না করে পরিবেশ নষ্ট করছেন। অন্যদিকে উপজেলার মৎস্যচাষ অধ্যুষিত এলাকার বহু মানুষের আয়ের উৎস্য মাছ কাঁটায় প্রতিদিনের গনজমায়েত ও এখানকার চা স্টল-রেস্টুরেন্ট নোংরা পরিবেশ নিয়ে কেউ-কেউ প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, প্রতিদিন কাটায় বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেনীর বহু আগত মানুষ জড়ো হলে স্বাভাবিক বিনষ্ট হচ্ছে। এ অবস্থায় করনীয বিষয়ে পরিবেশবিদরা স্বাস্থ্য সম্মতভাবে বিকল্প পদ্ধতিতে এ ব্যবস্যা পরিচালনার অনুরোধ করেছেন।