পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

0
260

পাইকগাছা প্রতিনিধি:
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন’র উদ্ভাবনী উদ্যোগ গ্রিন বেল্ট ফেজ ২ কর্মসূচীর আওতায় খুলনা জেলায় ১৯ লক্ষ ২০ হাজার বৃক্ষরোপণের অংশ হিসেবে পাইকগাছা উপজেলায় ২ লক্ষ ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার সকালে সোলাদানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোলাদানা বাজার থেকে হরিখালী পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, ইউপি সদস্য যথাক্রমে কল্যাণী রানী মন্ডল, জেসমিন সুলতানা, আজিজুর রহমান লাভলু, আবুল কাসেম, ঠাকুর দাস সরদার, আবু সাঈদ মোল্যা, আঃ সবুর, রাশেদ কুমার মন্ডল, আবু বকর সিদ্দিক শিকারী, আনিছুর রহমান, সহকারী হিসাব রক্ষক প্রকাশ বিশ্বাস, রাজু প্রমূখ। এলজিএসপি এর অর্থায়নে সাড়ে ৬ শ নিমের চারাসহ ও ফলজ ও বনজ চারা রোপন করা হয়েছে।