পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ৩ লাখ পোনা জব্দ করে নদীতে অবমুক্ত : ৪ ব্যবসায়ী জরিমানা

0
543

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদী থেকে আহরণকৃত ৩ লাখ বাগদার পোনা জব্দের পর নদীতে অবমুক্ত করে ৪ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলিয়া সুকায়না খবর পেয়ে পৌর সদর থেকে পোনাবাহী ট্রাক জব্দ করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ লাখ টাকার ৩ লাখ পোনা শিববাটীস্থ শিবসা নদীতে অবমুক্ত করেন। এ সময় আটককৃত ৪ ব্যবসায়ী পৌরসভার বাতিখালী গ্রামের মৃত নুরুল ইসলাম মোড়লের ছেলে নাজমুল ইসলাম ফিরোজ, দাকোপের চান্নিরচক গ্রামের কার্তিক চন্দ্র বাছাড়ের ছেলে তুষার কান্তি বাছাড়, বাগেরহাটের খানপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে শামীম শেখ ও হোগলাডাঙ্গা গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে রবিউল মল্লিক প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা আদায় করেছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এস,এম, শহীদুল্লাহ, আদালত পেশকার দিপংকর প্রসাদ মল্লিক।