পাইকগাছায় বসত বাড়ী ও ব্যবহৃত পুকুর জবর দখল চেষ্টার অভিযোগ

0
231

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার পল্লীতে হিন্দু পরিবারের বসত বাড়ী ও ব্যবহৃত পুকুর অবৈধ জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার কৈয়াছিটিবুনিয়া গ্রামে। উক্ত জায়গা জমি নিয়ে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জজ আদালতে দেঃ ৮১/২০২০ মামলা রয়েছে।
মামলা ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কৈয়াছিটিবুনিয়া মৌজার এস,এ ২৮ নং খতিয়ানের ২৪৪ ও ২৪৫ দাগের ৪১ শতক সম্পত্তির মালিক লক্ষ্মীখোলা গ্রামের ছহিল উদ্দীন কাগজী। তিনি দীর্ঘ ৪০/৪৫ বছর পূর্বে একই মৌজার মৃত কান্তরাম বাইনের নিকট থেকে এস,এ ৪৮ খতিয়ানের বিভিন্ন দাগ হতে সমপরিমাণ জমি এওয়াজ সূত্রে ভোগ দখল করেন এবং কান্ত বাইন ও তার ওয়ারেশরা ছহিল উদ্দীন কাগজীর দেওয়া ৪১ শতক জমিতে বসত বাড়ী নির্মাণ ও পুকুর খনন পূর্বক বাংলাদেশ স্বাধীনের পর হতে অদ্যাবধি পর্যন্ত বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি উক্ত বসত বাড়ী ও পুকুর অবৈধ দখলের জন্য গজালিয়া গ্রামের রেজাউল গাজীর পুত্র নাজমুল গাজী, মোহন সরদারের পুত্র মিন্টু সরদার ও রব সরদারের পুত্র রবিউল সরদার দলবল নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীর মধ্যে প্রবেশ পূর্বক উক্ত বসত বাড়ী ও পুকুর জবর দখলের জন্য হুমকি অব্যাহত রেখেছে। যে কারণে কান্ত রামের পুৃত্র অমূল্য কৃষ্ণ বাইন ও ভাইপো কৃষ্ণপদ বাইন পাইকগাছা বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে উক্ত বাড়ী ও পুকুরের সীমানা সংরক্ষিত রাখতে নিষেধাজ্ঞার আবেদন জানিয়ে দেওয়ানী ৮১/২০২০ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত নাজমুল গংদের বিরুদ্ধে ১২/০৩/২০২০ তারিখে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। কিন্তু নাজমুল গং নোটিশ পেয়ে ক্ষিপ্ত হয়ে ১৬/০৩/২০২০ তারিখে পুনরায় উক্ত পরিবারকে উচ্ছেদের জন্য হুমকি অব্যাহত রাখে। যে কারণে পরিবারটি আতংকিত রয়েছে বলে অমূল্য বাইন জানিয়েছেন।