পাইকগাছায় বই উৎসব পালিত

0
234

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আনন্দঘন পরিবেশে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে বই উৎসব হয়েছে। নতুন বছরের শুরুতে নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠার দৃশ্য চোখে পড়ে। দিনব্যাপী এ উৎসবে পাইকগাছা- কয়রার এমপি আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন। বুধবার সকালে উপজেলার কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসাবে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগনেতা ও ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, ইকবল হোসেন খোকন প্রমুখ। এদিকে পৌরসভায় সরকারী উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয় ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। পৃথক পৃথক সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, অজিত কুমার সরকার ও মিলি জিয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি আরাফাতুল আলম, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, আলমগীর হোসেন, দেবাশীষ দাশ, মো:আসাদুজ্জামান, মো রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা রনজিত কুমার সরকার, শিক্ষক দিলীপ দাশ, ইসমাইল হোসেন প্রমুখ। লস্কর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ম্যনেজিং কমিটির সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা দিলীপ রায়, প্রধান শিক্ষক জাহানারা খাতুন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র ঢালী, ম্যানেজিং কমিটির মুর্শিদা আহম্মেদ, সাংবাদিক অমল কৃষ্ণ মন্ডল, বীনা গাইন, দেবাশীষ মন্ডল সহ অনেকে। অপরদিকে, রাড়ুলী ইউপির শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্ব উৎসবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক দিপংকর দত্ত, আ’লীগনেতা শংকর দেবনাথ, বিমল পাল শিক্ষক মন্ডলী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।