পাইকগাছায় প্রেমানন্দ গংদের জমিতে জোর করে ঘর নির্মাণের অভিযোগ

0
658

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের জমিতে জনৈক শাহজান ঢালী গংরা জোর করে ঘর বাঁধার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রেমানন্দ মন্ডল গংরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, উপজেলার খড়িয়া ঢেমসাখালী মৌজায় সি,এস ১৩২ খতিয়ানের ১১২১, ১১০৭, ১২০৮, ১১০৬, ১২১৮ ও ১৫৬৯ দাগে ২.৯১ একর সম্পত্তি রাজ চন্দ্র মন্ডল রেকর্ডীয় মালিক থাকেন। রাজ চন্দ্র মন্ডলের মৃত্যুর পর তার ওয়ারেশ প্রসন্ন মন্ডল জনৈক অমূল্য গংদের নিকট ২৪/০৩/১৯৪৫ তারিখে বন্ধকী পাট্টামূলে বন্ধক রাখেন। পাট্টামূলে এস,এ ২৭ খতিয়ানে উক্ত জমি অমূল্য ও অপূর্বের নামে রেকর্ড হয়। অমূল্য ও অপূর্ব বন্ধকী জমি ফেরত দিবে মর্মে প্রসন্ন মন্ডলের নিকট থেকে টাকা গ্রহণ করেন। কিন্তু ১৯৬৭ সালে তৎকালীন সরকার হিন্দু সম্প্রদায়ের জমি কেনা-বেচা বন্ধ করে দেন। অমূল্য ও অপূর্ব প্রসন্ন মন্ডলের নামে রেজিস্ট্রি করে না দিতে পারলেও তারা মৌখিক ফেরত দিয়ে ভারতে চলে যান। দেশ স্বাধীনের পরেও আর তারা ফিরে আসেনি। উক্ত জমি ১৯৭৭-৭৮ সালে ভিপি তালিকাভূক্ত হয়ে সরকারের নামে ১/১ খতিয়ানে চলে যায়। পরবর্তীতে ২০১১ সালে খড়িয়া ঢেমসাখালী মৌজায় ‘ক’ তপশীলভূক্ত হয়ে ৬৫ নং সিরিয়ালে ভিপি তালিকাভূক্ত হয়। উক্ত জমি নিয়ে সরকারের নামে প্রেমানন্দ মন্ডল ও ধীরেন্দ্র মন্ডল অর্পিত সম্পত্তি প্রত্যার্পন ট্রাইবুনাল, খুলনা ৩৩২৮/১২ নং মামলা করে। মামলাটি বর্তমানে চলমান। কিন্তু পার্শ্ববর্তী চরখড়িয়া গ্রামে শাহজান ঢালী ও তার দু’পুত্র রেজওয়ান, নুরুল্লাহ কয়েকদিন আগে উক্ত জমিতে করে ঘর নির্মাণ করেছে। ভূক্তভোগী প্রেমানন্দ গং প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।