পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধা সন্তানকে পিটিয়ে জখম

0
191

কপিলমুনি প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে আসাদুজ্জামান(২৬) নামে কপিলমুনির পার্শ্ববর্তী রহিমপুর এলাকার এক মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কপিলমুনির পার্শ্ববর্তী সোনাতনকাটি গ্রামের মুক্তিযোদ্ধা শেখ অদুদ ইসলামের ছেলে শেখ আসাদুজ্জামান (২৬) এর সাথে পার্শ্ববর্তী উলুডাঙ্গা গ্রামের উজ্জ্বল মজুমদারের ছেলে রাজিব মজুমদারের জমি সংক্রান্তে বিরোধ চলে আসছে। যার ধারাবাহিকতায় শনিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রাজিব রহিমপুর বাজারস্থ মোড়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন রকম কটুক্তি করছিল। এ সময় আসাদুজ্জামান এর প্রতিবাদ করায় প্রতিপক্ষ রাজিব, সুজিত পাল পরিকল্পিতভাবে তাকে লাঠিশোটা দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনায় আহতের চাচা শেখ ফরহাদ হোসেন বাদী হয়ে রবিবার পাইকগাছা থানায় একটি মামলা করেছেন। যার নং- ১৯।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।