পাইকগাছায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

0
219

কপিলমুনি প্রতিনিধি: করোনা ভাইরাসের অযুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগে রবিবার পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। প্রসিকিউশন অফিসার উপজেলা স্যানিট্যারী কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, সার্ভেয়ার মৃদুল বাবু, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক ও সঙ্গীয় ফোর্স।
এসময় ভোক্তা অধিকার আইনে চাউল ব্যবসায়ী রফিকুল ইসলামকে ৫শ’ টাকা, মোস্তাক আহম্মেদকে ৫শ’ টাকা, খগেন্দ্রকে ৫শ’ টাকা, খলিলকে ৫শ’ টাকা, নজরুল ইসলামকে ১ হাজার টাকা, আবু দাউদকে ১ হাজার, মিষ্টি ব্যবসায়ী তেজেন্দ্রকে ৫শ’ টাকা, আবু জাফরকে দেড় হাজার ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমানকে দেড় হাজার টাকাসহ সর্বমোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে করোনাকে পুঁজি করে দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।