পাইকগাছায় তৃণমুল পর্যায়ে মহান বিজয় দিবসের নানা কর্মসূচি পালিত

0
254

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ও থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল, জাতীয়পার্টি, কমিউনিস্ট পার্টি, পাইকগাছা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুনের নেতৃত্বে র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক স্নেহেন্দু বিকাশ। উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক অমল কৃষ্ণ মন্ডল সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অপরদিকে, লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসায় সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধাপুত্র সাবেক ইউপি সদস্য মোঃ মাহবুব জোয়াদ্দার। উপস্থিত ছিলেন, সহ-সুপার মোঃ আজগার হোসেন, মোঃ এনামুল হক সহ সকল শিক্ষক, শিক্ষার্থীরা। ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে র‌্যালীতে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল হালিম, প্রশান্ত কুমার সানা, সুকদেব চন্দ্র রায়, তরুন কান্তি সানা সহ সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অন্যদিকে, বিকেলে চারবান্ধা শ্মশান কালিমন্দির চত্ত্বরে সোলাদানা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তপন কুমার বাইনের সভাপতিত্বে ও বিমল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী। বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম, আবু বকর, সায়েদ আলী মোড়ল কালাই, ডাঃ অমলেন্দু, আবু বকর, আব্দুর রউফ, নাসিমা গাজী, পিয়া সানা, হাবিবুর রহমান, সঞ্জয় সরকার, মর্জিনা পারভীন। বিজয় দিবস উপলক্ষে চারবান্ধা হাইস্কুল ময়দানে দিনব্যাপী খেলাধুলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক পরিমল কুমার সানা, ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান মিস্ত্রী, রনজিত কুমার রায়, কল্যাণময় সেন, হাফিজুর রহমান। এদিকে, বুধবার বিকেলে পাইকগাছার দেবাশীষ ফুটবল একাডেমী ও গড়ইখালী সুন্দরবন রয়্যাল স্পোর্টিং-এর মধ্যে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, গড়ইখালী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, সমাজসেবক তৌহিদুজ্জামান সম্রাট, আসাবুর রহমান, গোলজার আলী মোল্লা, অচিন্ত মন্ডল, বিপুল মন্ডল, রবিউল ইসলাম ও আনিছুর রহমান সরদার।