পাইকগাছায় জায়গা জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ

0
440

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার গজালিয়া মৌজায় চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে জায়গা জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। জানা যায়, গজালিয়া গ্রামের মৃত খানজাহান আলীর ছেলে কবিরুল ইসলাম পৈত্রিক সম্পত্তিতে বেদখলের হুমকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। যা তদন্ত ও পরিমাপ অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদখালী ইউপি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু বিষয়টি দেখভালের জন্য ইউপি সদস্য রাজুর উপর দায়িত্ব অর্পন করেন। তিনি জরিপ শেষে বিষয়টি চেয়ারম্যানকে অবগত করেন। চেয়ারম্যান উভয়পক্ষকে বিষয়টি সম্পূর্ণ নিস্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার জন্য বলেন। গজালিয়া মৌজায় আরজান সরদারের ১৫.৫৫ একর জমির মধ্যে ৪.৬২ একর জমি একই এলাকার এফাজতুল্লাহ ও দেলদার সরদারের কাছে বিক্রি করেন। সেটেলমেন্ট রেকর্ডের সময় ৪.৯২ একর ভুলবশত রেকর্ড হয় বলে অভিযোগে দেখা যায়। উক্ত .৩০ একর জমি এফাজতুল্লাহরা জবর দখলের চেষ্টা করলে নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ হয়। অতি সম্প্রতি উক্ত নালিশী সম্পত্তির গাছপালা কাটতে থাকায় তা নিষেধ করতে প্রতিপক্ষ বারিক সরদার, কালাম সরদার ও জাহান আলী সরদাররা কবিরুলদের উপর নানাভাবে ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগে জানা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য রাজু জানায়, নালিশী জমি পরিমাপ সম্পন্ন হয়েছে। এর মধ্যে কেউ গাছপালা বা জবর দখলের পাঁয়তারা করছে কিনা সে ব্যাপারে কোন অভিযোগ আমাদের কাছে আসেনি।