পাইকগাছায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা

0
156

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠ সম্পদনের নিমিত্তে উপজেলা কমিটি’র সভাপতি ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপদেষ্টা মোঃ আনোয়ার ইকবাল মন্টু। ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠ সম্পদনের নিমিত্তে উপজেলা কমিটি’র সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার এর সঞ্চালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল্লাহ ইবনে মান্নান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, সহকারী প্রোগ্রামার অফিসার মৃদুল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান মুক্ত, প্রেসক্লাব সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আঃ আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক বি.সরকার, পূর্ণ চন্দ্র মন্ডল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, কোভিড-১৯ রোগের ভ্যাকসিন (কোভিশিল্ড) ৯৩৪০ ডোজ (ভ্যাকসিন) ইতোমধ্যে জেলা ভ্যাকসিন ষ্টোর থেকে গ্রহণ করে গত ৩ ফেব্রæয়ারি বুধবার রাতেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। যা আগামী ৭ ফেব্রæয়ারী সকাল ১০টা থেকে শুভ উদ্বোধণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩টি বুথের ৩জন স্বাস্থ্যকর্মী মাধ্যমে দিনপ্রতি ১শ থেকে দেড় শত করে মোট সাড়ে ৪শত জনকে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের দেওয়া হবে। সর্বমোট ৯ হাজার ৩শত ৩৪ জনকে ২টা করে ডোজ দেওয়া হবে। ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠ সম্পদনের নিমিত্তে ১৬ সদস্যের উপজেলা কমিটি’র গঠন করা হয়েছে। সরকারী নির্দেশিত ১৫ ক্যাটাগরি ও ৫৫ বছরের উর্ধ্বে যাদের বয়স তাদের রেজিস্ট্রিশন করতে পাবরেন। করোনা ভ্যাকসিন সংক্রান্ড যেকোন তথ্যের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা সরকারী হাসপাতাল যোগাযোগ করতে বলা হয়েছে। যারা ১৫ ক্যাটাগরির বাহিরে ১৮বছরের নিচে বয়স, গর্ভবর্তী মহিলা,দুগ্ধরত মা, মারাত্মকভাবে অসুস্থ, কাহারোর ইচ্ছার বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া যাবে না।