পাইকগাছায় করোনা ভাইরাস নিয়ে গুজব : আটক-মামলা

0
796
ভয়েস অফ পাইকগাছা” নামের একটি ফেসবুক পেজে ভূয়া তথ্য সম্বলিত সংবাদ করায় উত্তীয় দেবনাথ নামে এক ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছায় করোনা ভাইরাসে আক্রান্ত সম্পূর্ন ভূয়া তথ্য প্রচার করায় উত্তীয় দেবনাথ নামের একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের বাসিন্দা ও ভয়েস অব পাইকগাছা ফেসবুক পেজের পরিচালক। এর আগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং ৮, তাং ৮/৪/২০২০) করে পাইকগাছা থানা পুুুুলিশ। এছাড়া ইতোপূর্বে তার ফেসবুক পেজে এলাকার কতিপয় ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করার অভিযোগ আছে এবং থানায় সাধারণ ডায়েরী করা হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী এসব তথ্য নিশ্চিত করেছেন, এমনটাই জানান খুলনাটাইমস এর পাইকগাছা প্রতিনিধি অমল সাহা।