পাইকগাছায় কবরস্থানের জায়গা দখল করে চিংড়ি চাষের অভিযোগ

0
247

কপিলমুনি প্রতিনিধি:
পাইকগাছার সোলাদানা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের বেতবুনিয়াস্থ আল-বাকী কবরস্থান-এর জায়গা দখল করে মৎস্য ঘের করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করে নিজেদের জমিতে মৎস্য ঘের করার কথা বলেছেন। ঘটনাটি নিয়ে এলণাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেতবুনিয়া চর-ভরাটি জায়গা ও দানীয় প্রায় ৩ বিঘা সম্পত্তির উপর প্রায় ১৭ লাখ ব্যয়ে আল-বাকী কবরস্থান নির্মাণ করা হয়। কিন্তু মজিদ-জাহাঙ্গীর গংরা কবরস্থানের পুকুর সহ অন্যান্য সম্পত্তি দখল করে সেখানে মৎস্য চাষ করছে। এ ব্যাপারে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনা অস্বীকার করে আব্দুল মজিদ গোলদার বলেন, আমার নিজ নামে ও আমার ভগ্নিপতির নামে ২টি খাস বন্দোবস্ত রয়েছে। যেখানে আমরা ২০০৭ সাল হতে মৎস্য চাষ করে আসছি। কবরস্থান আমাদের সকলের। সেখানে আমার পুত্র আল-সুফিয়ানসহ আমরা সবাই কবরস্থান নির্মাণের জন্য কাজ করেছি। কবরস্থানের জায়গায় নেয়া হয়নি। ইউপি সদস্য আবু সাঈদ বলেন, কয়েকজনের নিকট থেকে দানীয় সম্পত্তি নিয়ে কবরস্থান নির্মাণ করা হয়েছে। যে পুকুরটি তারা দখল করেছে, উক্ত পুকুর কবরস্থানের সম্পত্তি। তবে তাদের বন্দোবস্ত দলিল রয়েছে বলে দাবী করেন।