পাইকগাছায় এক ব্যক্তির নামে দুটি জাতীয় পরিচয়পত্র থাকার অভিযোগ

0
191

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় এক ব্যক্তির নামে দুটি জাতীয় পরিচয়পত্র থাকার অভিযোগ পাওয়া গেছে। নিজের আপন মৃত ভাইয়ের নামকে নিজ নাম পরিচয়ে আরেকটি জাতীয় পরিচয়পত্র তৈরী করা হয়েছে। ঘটনাটি উপজেলার দেবদুয়ার গ্রামে। এলাকায় এ বিষয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন পরিষদের ওয়ারেশ কায়েম প্রত্যয়নপত্র ও সংশ্লিষ্ট পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দেবদুয়ার গ্রামে মৃত মোহাম্মদ আলী গাইন ৪ পুত্র, ৬ কন্যা রেখে মৃত্যুবরণ করেন। ৪পুত্রের মধ্যে মোজাম্মেল গাইন, ইয়াকুব গাইন, আলী আকবার গাইন ও বাবুল গাইন। আলী আকবার গাইনের এক কন্যা সন্তান জন্ম হওয়ার পর তিনি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী মর্জিনা ও দেড় মাসের কন্যা নার্গিস খাতুনকে রেখে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর স্ত্রী মর্জিনা শিশু কন্যাকে নিয়ে পিত্রালয়ে চলে যান। এ সুযোগে ইয়াকুব আলী গাইন তার নাম পরিবর্তন করে আলী আকবার নামকরণ করেন এবং পরবর্তীতে ঐ আলী আকবার নামে তিনি জাতীয় পরিচয়পত্র তৈরী করেছেন। তার এই জাতীয় পরিচয়পত্র তৈরীর ঘটনা দীর্ঘ সময় ধামা চাপা দেয়া থাকলেও আলী আকবারের কন্যা নার্গিসকে তার অন্য চাচা ও ফুফুরা বাড়ীতে আনলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তখন ইয়াকুব আলী গাইন বলেন, নার্গিসের পিতার নাম আলী আকবার না, আলী আকবার আমার নাম। এ সকল ঘটনায় তথ্যানুসন্ধানে জানা যায়, ইয়াকুব আলীর সন্তানদের বিবাহের রেজিস্ট্রার, আইডি কার্ড, পৈত্রিক সম্পত্তির পর্চা সকল ক্ষেত্রে ইয়াকুব্বর আলী গাইন দেখা যায়। আবার কোন কোন পর্চায় ইয়াকুব্বার আলী গাইন এবং আলী আকবার গাইনের নামও রয়েছে। এলাকাবাসীর প্রশ্ন উনি যদি আলী আকবার গাইন হন তাহলে ইয়াকুব্বার গাইন কে? তাদের বড় ভাই মোফাজ্জেল গাইন বলেন, আমার পিতা আমাদের ৪ পুত্র ও ৬ কন্যা রেখে মারা গেছেন। পুত্রদের মধ্যে আমি বড়, ইয়াকুব্বর মেঝো, আলী আকবার সেজো ও বাবুল ছোট। আলী আকবার ১৯৯০ সালের দিকে নার্গিসকে মায়ের কোলে মারা যায়। বর্তমানে ইয়াকুব্বার কেন মৃত ভাইয়ের নামকে নিজের নাম বলছে আমার জানা নেই। এমন মন্তব্য করেছেন মৃত মোহাম্মদ আলী গাইনের সকল সন্তানরা। ইউপি সদস্য আহসান উল্লাহ বলেন, মোহাম্মদ আলী গাইনের পুত্র আলী আকবার গাইন অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। তার ও তার পিতা মোহাম্মদ আলী গাইনের ওয়ারেশ কায়েম প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামাল উদ্দীন আহম্মদ জানান, এ ধরণের বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।