পাইকগাছায় ইট ভাটায় হামলা, ভাংচুর, লুটপাট সহ ক্ষয়-ক্ষতি : আহত ১

0
308

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় চাঁদার দাবীতে ইট ভাটায় হামলা, ভাংচুর, লুটপাট সহ ব্যাপক ক্ষতি ও মারপিট করে একজনকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাটা মালিক ১২জন এজাহার নামীয় সহ ২০/৩০ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি উপজেলার পুরাইকাটি মৌজাস্থ এনএসবি ভাটায় রবিবার সকালে।
অভিযোগে জানা যায়, পাইকগাছার পুরাইকাটি মৌজায় এনএসবি ভাটার মালিক পুরাইকাটি গ্রামের মুনসুর আলী সরদারের পুত্র শাহিনুর রহমান সরদার দীর্ঘদিন ভাটা পরিচালনা করে ঋণগ্রস্থ হলে তিনি ভাটাটি হস্তান্তরের ঘোষণা দেন। এক পর্যায়ে তার নিকট পাওনাদার একই গ্রামের মোঃ এজাহার আলী শেখের পুত্র রেজাউল ইসলাম তার ঘোষণায় সাড়া দেয়। তারা উভয়ে গত ০৩/১১/২০১৯ তারিখে ১৬৪৬ নং নোটারী পাবলিকের মাধ্যমে পার্টনারশীপে ভাটাটি রেজাউলের নিকট হস্তান্তর করেন। রেজাউল ভাটা গ্রহণ করার পর কয়েকশ শ্রমিক নিয়োগ করে ১১ লাখ কাঁচা ইট প্রস্তুত করে কয়লা দ্বারা ৬ লাখ ইট পোড়ানো সম্পন্ন করেন। এতে সে তার পাওনা টাকা বাদে ৩০ লাখ টাকার কয়লা, ১০ লাখ টাকার মেশিন, ১০ লাখ টাকার মাটি ও উক্ত স্থানের জমির মালিকদের ৬ লাখ টাকার হারী প্রদান করেন। যে মুহুর্তে রেজাউল ইট বিক্রি শুরু করেন তখনই প্রতিপক্ষরা শাহিনকে প্রলুব্ধ করে তার নিকট ৫ লাখ টাকা দাবী করেন। টাকা দিতে ব্যর্থ হওয়ায় রবিবার সকালে শাহিন সহ ৪০/৫০ জন তার ভাটায় হামলা করে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে। অভিযোগে আরো উল্লেখ করেন হামলাকারীরা তার ভাটার অফিসের ড্রয়ার হতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা বের করে নিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এ সময় হামলাকারীরা ভাটার দায়িত্বে থাকা সুমনকে বেধড়ক মারপিট করে আহত করে। সুমন গুরুতর আহত অবস্থায় পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রেজাউল বাদী হয়ে শাহিন সহ ১২জনকে এজাহার নামীয় ও ৩০/৪০জনকে অজ্ঞাত আসামী করে অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে ওসি মোঃ এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা করা হবে।